For Advertisement
যতদিন আছি, একতা নিয়েই থাকব : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঐক্যের মধ্যদিয়ে এই সরকারের জন্ম। ছাত্ররা জুলাই ঘোষণাপত্র দেয়ার দাবি তুলেছে। ঐক্যবদ্ধভাবে এটা করতে না পারলে এর উদ্দেশ্য ব্যাহত হবে। এমন হলে এটার দরকারও নেই। এজন্যই আজ সব রাজনৈতিক দলের সঙ্গে বসা। সবাইকে দেখে সাহস পাচ্ছি। আমি যতদিন আছি, এই একতা নিয়েই থাকব।
জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সর্বদলীয় বৈঠকের শুরুতে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। বিকেল ৪টায় এই বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক কমিটি, গণ অধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণতন্ত্রের মঞ্চ, জাতীয় গণফ্রন্ট, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও রাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করেছে।
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সবার সঙ্গে দেখা হলে, বসতে পারলে আমার খুব ভালো লাগে। সাহস পাই। কারণ এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মধ্যদিয়ে। যখন আশপাশে আপনাদের দেখি না তখন নিজেকে দুর্বল মনে হয়। যখন আবার আপনাদের দেখি তখন মনে হয় সবাই এক আছি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি।
তিনি বলেন, মাঝখানে একদিন ছাত্ররা এসে বলল তারা একটি ঘোষণাপত্র দেবে। প্রোক্লামেশন দেবে। আমি বুঝতে চাইলাম কি প্রোক্লামেশন। তারা বলল। আমি বললাম এটা হবে না। আমার চাওয়াটাও ঠিক হবে না, তোমাদের করাটাও ঠিক হবে না। তোমরা যদি আবার ৫ আগস্টে ফেরত যেতে চাও, তাহলে ওই ঘটনার পুনরাবৃত্তি করতে হবে। ৫ আগস্টের অনুভূতি ছিল একতার অনুভূতি। তোমরা যদি করতে চাও সবাইকে নিয়ে করতে হবে। যেভাবে একতাবদ্ধ হয়ে আন্দোলন করেছিলে, সেভাবেই একতাবদ্ধ হয়ে এটা করতে হবে। তারা আমার কথায় খুব একটা খুশি হয়নি। পরে অবশ্য তারা বুঝতে পারলো একতাবদ্ধ হয়েই ঘোষণাপত্র দিতে হবে। সেখান থেকেই এই আলাপ শুরু।
For Advertisement
Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.
Comments: