মে মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা দুমকি উপজেলা

মে মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশের মধ্যে শীর্ষ স্থানে দুমকি উপজেলা। মে মাসে দুমকি উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১২৮টি। তবে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জন হয়েছে ৩৮৩টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৩৫টি। অর্জিত হয়েছে ১০৪টি। শতাংশের হিসাবে এ উপজেলায় জন্ম নিবন্ধনের কাজ হয়েছে ২৯৯ শতাংশ। মৃত্যু নিবন্ধনের কাজ হয়েছে ২৯৭ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধন গড়ে ২৯৮ শতাংশ। যা সারা দেশের মধ্যে শীর্ষ স্থানে।
এক বছরের জন্ম ও মৃত্যু নিবন্ধন বিবেচনায় দেশের ৮টি বিভাগের মধ্যে প্রথম স্থানে রয়েছে বরিশাল বিভাগ। এ বিভাগে জন্ম নিবন্ধনের প্রত্যাশা ছিল ১৪ হাজার ৮৯৬টি। অর্জিত হয়েছে ১১ হাজার ৮০১টি। শতাংশের হিসাবে জন্ম নিবন্ধন হয়েছে ৭৯ শতাংশ। প্রথম স্থানে থাকা এ বিভাগের মৃত্যু নিবন্ধনের সম্ভাব্য প্রত্যাশা ছিল ৫ হাজার ৬৪টি। নিবন্ধন করা হয়েছে ৪ হাজার ১৩৫টি। শতাংশের হিসাবে মৃত্যু নিবন্ধন হয়েছে ৮২ শতাংশ। বরিশাল বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধনে গড় অর্জন ৮০ শতাংশ।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘শ্রেষ্ঠ উপজেলার স্বীকৃতি পাওয়া সত্যি আনন্দের। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আমি মূলত টিম লিডার হিসেবে কাজ করেছি। এ কাজে বিশেষভাবে সহায়তাকারী ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদের কাছে আমি কৃতজ্ঞ। আগামীতেও আমরা এ ধারা অব্যাহত রাখতে চেষ্টা করব।’
আপনার মন্তব্য লিখুন