মেয়ে নিয়ে রাবির হলকক্ষে রাত্রিযাপন, ছাত্রের সিট বাতিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মেয়ে নিয়ে হলকক্ষে রাত্রিযাপনের অভিযোগে এক আবাসিক শিক্ষার্থীর সিট বাতিল হয়েছে। বহিষ্কৃত নাজমুল হোসেন বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের ছাত্র। শনিবার শহিদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোতাহার হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

- বিজ্ঞাপন -

প্রাধ্যক্ষ বলেন, অভিযুক্ত ছাত্র দোষ স্বীকার করেছে। ফলে তার আবাসিকতা বাতিল করা হয়েছে এবং শৃঙ্খলা কমিটিতে অভিযোগ প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নিয়েছে হল প্রশাসন।

জানা গেছে, গত ৪ জুন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ থাকা অবস্থায় ১৫৩ নং কক্ষে এ ঘটনা ঘটে। মেয়েও একই বিভাগের তার সহপাঠী। হলের সিসি টিভি ফুটেজে দেখা যায়, ভোর সাড়ে ৫টার দিকে ওই আবাসিক ছাত্র সাইকেলে করে হলকক্ষ থেকে মেয়েকে নিয়ে বের হয়ে যান। মেয়ের মাথায় টুপি এবং শরীরে শার্ট-প্যান্ট ছিল।

হলের প্রহরী শাহজান আলী বলেন, তারা দরজায় ছিলেন কিন্তু খুব সকালে বিপরীত দিক থেকে আসায় তৎক্ষনাৎ বিষয়টি বুঝতে পারেন নি। মেয়েটাও ছেলেদের পোশাকে ছিলেন এবং সাইকেলের গতি বেশি ছিল। ফলে ধরতে পারেন নি। দরজায় আরেক ছাত্র বুঝতে পেরেছেন ওটা মেয়ে ছিল৷ তখন প্রাধ্যক্ষকে বিষয়টব অবহিত করি।

বহিষ্কৃত ছাত্রের রুমমেট বেরহান উদ্দিন বলেন, দুই মাস আগেই হলে উঠছেন ওই ছাত্র। হল ছুটি হওয়ায় আমরা সবাই বাসায় চলে গেছি। বিষয়টি পরে জানতে পারছি। তবে এমন গর্হত কাজ মেনে নেওয়া যায় না।

- বিজ্ঞাপন -

অভিযোগ স্বীকার করে নাজমুল ইসলাম বলেন, আগের দিন জন্মদিন থাকায় রাতে ক্যাম্পাসে কেক কাটি। হল ছুটি হওয়ায় তার কোথাও থাকার জায়গা ছিল না। সে অনুরোধ করছিল এবং হলকক্ষ ফাঁকা থাকায় হলেই রাখি। ছুটি শেষে বিষয়টি প্রাধ্যক্ষ জানতে চাইলে ঘটনা খুলে বলি।

শৃঙ্খলা ও নিরাপত্তা দুর্বলতার অভিযোগ তুলে প্রশাসনের আরও শক্ত ভূমিকা রাখার দাবি জানান হলের আবাসিক শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button