মুরগির খোপে থাকা সেই অসহায় লাল বড়ু বেগম আর নেই

পটুয়াখালীর লোহালীয়া মনিরের ব্রিক ফিল্ডের কাছে মুরগির খোপে অবস্থান নেয়ায় লাল বড়ু বেগম নামে এক অসহায় বৃ্দ্ধা সোসাল মিডিয়ায় ভাইরাল হয়। পরবর্তীতে তিনি সহায়তাও পেয়েছিলেন। কিন্তু বার্ধক্যজনিত কারনে আজ তিনি মৃত্যুবরন করেন। এমন তথ্য নিশ্চিত কেরেছেন তার প্রতিবেশীরা।
আপনার মন্তব্য লিখুন