মির্জাগঞ্জে শ্রীমন্ত নদী থেকে জীবিত উদ্ধার মানসিক ভারসাম্যহীন যুবক

 

- বিজ্ঞাপন -

আসাদুল্লাহ হাসান মুসা: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার শ্রীমন্ত নদী থেকে কলাগাছের উপর ভেসে থাকা এক মানসিক ভারসাম্যহীন যুবককে জীবিত উদ্ধার করেছে মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস। রোববার (২৯ জুন) দুপুর ২টার দিকে হযরত ইয়ার উদ্দিন খলিফা (রহ.) ব্রীজের দক্ষিণ পাশে নদীতে তাকে ভাসতে দেখা যায়।

উদ্ধারকৃত যুবকের নাম মো. আরমান (২০)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মালিগঞ্জ গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। জানা গেছে, তিনি মির্জাগঞ্জে হযরত ইয়ার উদ্দিন খলিফা (রহ.) মাজার জিয়ারত করতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. জাহিদ হাসান জানান, সকাল ৯টা থেকে ওই যুবককে কলাগাছের উপর বসে নদীতে ভেসে থাকতে দেখা যায়। প্রথমে ধারণা করা হয়েছিল, তিনি মাছ ধরছেন। কিন্তু দীর্ঘক্ষণ একই অবস্থায় থাকার কারণে স্থানীয়দের সন্দেহ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা একটি মাছ ধরার নৌকার সহায়তায় তাকে উদ্ধার করেন।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. ইব্রাহিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবককে নদী থেকে উদ্ধার করা হয়। তিনি প্রায় ৪ থেকে ৫ ঘণ্টা ভেসে ছিলেন। প্রথমে তিনি নিজের নাম-ঠিকানা বলতে পারছিলেন না, শুধু বলেছিলেন যে মাজার জিয়ারতের জন্য এসেছেন।

- বিজ্ঞাপন -

উদ্ধারের পর তাকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শামসুল ইসলাম সোহেল বলেন, “প্রাথমিক চিকিৎসা শেষে ধারণা করা হচ্ছে, যুবকটি মানসিকভাবে অসুস্থ।”

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, যুবকের পরিচয় শনাক্ত করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button