মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে সাংবাদিককে হ/ত্যা/র হু’মকির অভিযোগ

পটুয়াখালীর মির্জাগঞ্জে মো. শামসুল হক নামে এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কামরুজ্জামান জুয়েল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে এ হুমকি দেওয়া হয় বলে দাবি করেন শামসুল হক। এ ঘটনায় তিনি মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শামসুল হক অভিযোগপত্রে উল্লেখ করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাভারের জন্য তিনি উপজেলা পরিষদে যান। ফটকের সামনে পৌঁছাতেই কামরুজ্জামান জুয়েলসহ আরও দুইজন তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় শামসুল হককে প্রাণনাশের হুমকি এবং উপজেলায় প্রবেশ করলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয়। প্রায় ৩০ মিনিট ফটকের সামনে তাঁকে আটকে রাখা হয়। পরে এ নিয়ে কোনো অভিযোগ করলে হত্যা করার হুমকি দিয়ে চলে যান অভিযুক্তরা।
এ ঘটনায় মির্জাগঞ্জের সেনা ক্যাম্পেও লিখিত অভিযোগ দিয়েছেন শামসুল হক।
বিষয়টি জানতে কামরুজ্জামান জুয়েলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন এবং এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান (টোটন) বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকে, ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ করলে বিষয়টি তদন্ত সাপেক্ষে অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য লিখুন