মির্জাগঞ্জে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, অতিষ্ঠ এলাকাবাসী

মোস্তাফিজুর রহমান সুজন, পটুয়াখালী :

- বিজ্ঞাপন -

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মহিষকাটা গ্রামের বাসিন্দা বেলায়েত হোসেন মৃধার ছেলে সোহাগ মৃধার বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা অপকর্মের অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানিয়েছেন, তার কর্মকাণ্ডে তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কোরবানির ঈদে সোহাগ মৃধা “কালো মানিক” নামের একটি গরু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দেন। তবে চেয়ারপারসন উপহারটি গ্রহণ না করে সেটি জনগণের জন্য কোরবানি করার নির্দেশ দেন। অভিযোগ রয়েছে, সোহাগ গরুটি কোরবানি না করে ব্যক্তিগতভাবে ব্যবহার করেন।

ভুক্তভোগী রুহুল আমিন অভিযোগ করে বলেন, নিজ বাড়ি নির্মাণের সময় সোহাগ তার কাছে আড়াই লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তাকে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে নিয়ে মারধর করা হয় এবং ভাড়াটিয়াকে ঘর ছাড়ার জন্য ৭ দিনের আল্টিমেটাম দেয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগ করলেও মামলা হিসেবে গ্রহণ করা হয়নি; তবে তদন্ত চলছে।

অনুসন্ধানে জানা যায়, সোহাগ বিভিন্ন সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে জোরপূর্বক অর্থ দাবি করেছেন। উত্তর ঝাটি বুনিয়ার মামুন সিকদারের কাছ থেকে গরু পরিবহনের খরচ বাবদ চাঁদা দাবি, বাজারের দোকান ভাঙচুর এবং কাফুলা গ্রামের মাওলানা হাবিবুর রহমানের গাছ কেটে নেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

- বিজ্ঞাপন -

এলাকাবাসীর দাবি, ৩নং আমড়া গাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকের প্রত্যক্ষ মদদে সোহাগ ও তার সহযোগী শাহীন মৃধা মহিষকাটা বাজারে একটি চাঁদাবাজ সিন্ডিকেট গড়ে তুলেছে। তারা মাদক ও জুয়ার সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে। পূর্বে একাধিকবার তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে হাজতবাসও করেছে। বর্তমানে তাদের নেতৃত্বে একটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি রুহুল আমিন সিকদার বাদী হয়ে গত ৭ আগস্ট মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। দ্রুত ব্যবস্থা না নিলে দলের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button