মহিপুর থানা পুলিশ কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মহিপুর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহামুদ হাসান। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো: আনোয়ার জাহিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিপুর থানার তদন্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) অনিমেষ হালদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার, কলাপাড়া সার্কেলের পুলিশ পরিদর্শক এস এম মাহাবুব হোসেন এবং ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক (নি:) মো: নাজমুল আহসান।
এছাড়াও অনুষ্ঠানে মহিপুর থানার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি, সর্বস্তরের পেশাজীবী এবং বিভিন্ন মামলার বাদীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাঁদের নানা সমস্যা তুলে ধরেন।
সকলের বক্তব্য শোনার পর প্রধান অতিথি মো: আনোয়ার জাহিদ বলেন,
“যে কোনো সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে হবে। আর যদি কোনো থানার পক্ষ থেকে অবহেলা করা হয়, তবে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন।”
আপনার মন্তব্য লিখুন