মনোনয়নপত্র সংগ্রহ করলেন জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদার

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ৩টার দিকে পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান খানের কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিরাজুল ইসলাম মিন্টু, মাসুদ আল মামুন, দুমকি উপজেলা জাতীয় পার্টির সভাপতিসহ দলীয় নেতারা।

- বিজ্ঞাপন -

এ বি এম রুহুল আমিন হাওলাদার একজন প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা। তিনি দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দলটির কো-চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। যদিও সাম্প্রতিক সময়ে তাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টির অভ্যন্তরীণ অস্থিরতার কারণে তিনি দলটির মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামের একটি রাজনৈতিক জোটে সক্রিয় ভূমিকা পালন করছেন বলে জানা গেছে।

এ‌ বিষয়ে জানতে এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, আমি পটুয়াখালী-১ আসন থেকেই নির্বাচন করব। সে লক্ষ্যে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, এ বি এম রুহুল আমিন হাওলাদার সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের মনোনীত প্রার্থী হিসেবে পটুয়াখালী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button