ভোরের আলোয় কৃষিবাজারে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ — তরতাজা শাপলা ফুলে ভালোবাসা জানালেন স্থানীয়রা

আবুল হোসেন রাজু, কলাপাড়া (পটুয়াখালী)
ভোরের প্রথম আলোয় যেন উৎসবের আমেজ বইছিল কলাপাড়ার পাখিমারা কৃষিবাজারে। রবিবার (২ নভেম্বর) সকালবেলা সেখানে উপস্থিত হন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তাঁকে কাছে পেয়ে কৃষক ও স্থানীয় মানুষ উচ্ছ্বসিত হয়ে ওঠেন। ভালোবাসার প্রতীক হিসেবে তাঁকে তরতাজা সদ্য ফোটা শাপলা ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় কৃষকরা।
নেতাকে ঘিরে মুহূর্তেই বাজারে ভিড় জমে যায়। কেউ সেলফি তোলায় ব্যস্ত, কেউ আবার নিজের সমস্যার কথা তুলে ধরেন। হাসনাত আব্দুল্লাহ মনোযোগ সহকারে কৃষকদের কথা শোনেন এবং তাঁদের পাশে থাকার অঙ্গীকার করেন।
তিনি বলেন,কৃষকরা এই দেশের প্রাণ। আপনাদের পরিশ্রমে দেশ বাঁচে, দেশ এগিয়ে যায়। আপনাদের সমস্যা সমাধান ও কল্যাণে আমরা সবসময় পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় সদস্য ও প্রধান সমন্বয়কারী (বরিশাল জেলা) আবু সাঈদ মুসা, এবং কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক।
এছাড়া জেলা সমন্বয় কমিটির সদস্য লায়ন সাইফুল্লাহ মামুন, মো. মনিরুজ্জামান, মাহাবুবুল আলম নাঈম, মোহাম্মদ আল ইমরান, মাহফুজুর রহমান মিরাজ, পাখিমারা বাজার কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান আইউব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ কৃষকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেন, মাঠ পর্যায়ের নানা সমস্যা ও প্রয়োজন সম্পর্কে খোঁজ নেন। কৃষকেরা জানান, এমন ভোরবেলায় নেতাকে সরাসরি পাশে পেয়ে তাঁরা অনুপ্রাণিত ও আশাবাদী।
পরে জনাব হাসনাত আব্দুল্লাহ স্থানীয়দের শুভেচ্ছা গ্রহণ করে ভোলার উদ্দেশ্যে কলাপাড়া ত্যাগ করেন। এর আগে তিনি শনিবার রাতে কুয়াকাটায় অবস্থান করেন এবং পটুয়াখালার সাংগঠনিক সফর সম্পন্ন করেন।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button