ভোগদখলীয় জমিতে সন্ত্রাসী হামলা, দোষীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

ভোগদখলীয় জমিতে সন্ত্রাসী হামলা, গুরুতর জখম, স্বর্ণালঙ্কার লুট ও নারীদের লাঞ্ছনার অভিযোগ এনে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলার দক্ষিণ ধরান্দি গ্রামের বাসিন্দা বিপুল চন্দ্র দাস (৪২)।শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টায় পটুয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বিপুল চন্দ্র দাস জানান, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় তারা শান্তিপূর্ণভাবে ভোগদখলীয় জমিতে বসবাস করছিলেন।কিন্তু গত ১১ মে (রবিবার) বিকাল ৩টার দিকে শংকর চন্দ্র দাস, শ্যামল চন্দ্র দাস, অনুকূল চন্দ্র দাস, অসিম চন্দ্র দাস, পুষ্পা রানী দাসসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের সম্পত্তিতে অবৈধভাবে ঘর নির্মাণ শুরু করে।এ সময় তার বৃদ্ধ ও প্রতিবন্ধী বাবা-বিমল দাস(৬৫) ও মাতা -পূর্ণলক্ষী রানী দাস (৫৫)
প্রতিবাদ জানালে হামলাকারীরা ধারালো দা, রড ও লাঠি দিয়ে তাদের উপর নির্মম হামলা চালায়। এতে তার বাবা মাথা, চোয়াল ও বুকে গুরুতর আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়েন এবং বর্তমানে তিনি পটুয়াখালী সদর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার মায়ের কোমরের হাড় ভেঙে যায়।পরে বিপুল(৪২) ও তার বোন লিপি রানী দাস (২২) ঘটনাস্থলে গেলে তাদেরকেও মারধর করে গুরুতর জখম করা হয়। হামলাকারীরা তার ফার্মেসির ২৫ হাজার টাকা, মায়ের কানের দুল (মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা) এবং বোনের গলার চেইন (মূল্য আনুমানিক ৮৫ হাজার টাকা) ছিনিয়ে নেয়। নারীদের শ্লীলতাহানির অভিযোগও তোলেন তিনি।তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আহতদের তাৎক্ষণিকভাবে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বিপুল দাস জানান, এ ঘটনায় তিনি পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ করেছেন এবং আদালতে একটি মামলা দায়ের করেছেন। তিনি উল্লেখ করেন, পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আমলী আদালতে সি.আর মামলা দায়ের করা হয়েছে (মামলা নং – ৮৩৫/২০২৫) ।এ সংবাদ সম্মেলনে পূর্ণলক্ষী রানী দাস- মা (৫৫), লিপি রানী দাস-বোন (২২), সাবিত্রী রানী-বোন (৪৫), দুর্জয় চন্দ্র দাস (২০) বোনের ছেলে যখমীসহ পটুয়াখালী প্রেসক্লাবের প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button