ভূমিকম্পে নড়ল না পটুয়াখালীর সিসমোগ্রাফ, ১৪ বছর ধরে অচল

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) স্থাপিত ভূমিকম্প পরিমাপক যন্ত্র সিসমোগ্রাফটি এক যুগেরও বেশি সময় ধরে অচল পড়ে আছে। ২০১০ সালে অর্ধকোটি টাকা ব্যয়ে দক্ষিণাঞ্চলের একমাত্র সিসমোগ্রাফ স্থাপন করা হলেও ২০১১ সালের জানুয়ারি থেকে এটি সম্পূর্ণ বিকল হয়ে পড়ে। শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পেও যন্ত্রটি কোনো সংকেত দেয়নি।

- বিজ্ঞাপন -

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ ও যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে স্থাপিত এ সিসমোগ্রাফ থেকে মাত্র দুটি ভূকম্পন রেকর্ড করা সম্ভব হয়েছিল। ত্রুটি দেখা দেওয়ার পর ইন্টারনেট সংযোগ বসিয়ে সচল করার চেষ্টা হলেও সফলতা পাওয়া যায়নি। পরবর্তীতে কোনো রক্ষণাবেক্ষণ বা মেরামত না হওয়ায় যন্ত্রটি এখন কার্যত অচল ধাতুর স্তূপ।

পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম জানান, যন্ত্রটি পুরোনো অ্যানালগ প্রযুক্তির হওয়ায় এটি আর ব্যবহারযোগ্য নয়। তাঁর মতে, ভূমিকম্প গবেষণা জোরদারে জাপানের মডেলে মাল্টিডিসিপ্লিনারি টিম গঠনের সময় এসেছে।

এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ আবদুল্লাহ আল মামুন বলেন, প্রকল্পে রক্ষণাবেক্ষণের আলাদা কোনো বরাদ্দ না থাকায় নিয়মিত সার্ভিসিং করা সম্ভব হয়নি।
অন্যদিকে ইইই বিভাগের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম তাওহিদুল ইসলাম জানান, প্রকল্পটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হওয়ায় মেরামত বা পুনঃস্থাপনের সিদ্ধান্ত তারাই নেবে।

তথ্য সূত্র: জলিলুর রহমান, দৈনিক যুগান্তর।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button