ভূতুড়ে জালের ফাঁদে সমুদ্র: কুয়াকাটায় পবিপ্রবির গবেষণা সমাপনী কর্মশালায় সংলাপ

সমুদ্রের জীববৈচিত্র্য ও জীবিকায় ভয়ানক হুমকি হিসেবে দেখা দেওয়া পরিত্যক্ত ‘ভূতুড়ে জাল’ বিষয়ক গবেষণা কার্যক্রমের সমাপ্তি উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মাৎস্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে কুয়াকাটার হোটেল গ্রেভার ইন-এ “Community-Linked Policy Dialogue” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় ১৭ মে।

- বিজ্ঞাপন -

কর্মশালার প্রধান অতিথি পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “ভূতুড়ে জাল শুধু সমুদ্রের জীববৈচিত্র্যের জন্য নয়, আমাদের জাতীয় অর্থনীতি ও ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তার জন্যও হুমকি। এই সংকট মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও কার্যকর রোডম্যাপ প্রণয়ন জরুরি।”

বিশেষ অতিথি ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব বলেন, “গবেষণা তখনই সফল হয়, যখন তা সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলে। এই প্রকল্প তারই একটি উদাহরণ।”

পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “ভূতুড়ে জাল নিরসনে টেকসই সমুদ্রনীতি প্রণয়নে গবেষণা, জনগণ ও রাষ্ট্র—এই তিন পক্ষের সমন্বয় প্রয়োজন।”

বিশেষ অতিথি কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ বলেন, “জলবায়ু ও সামুদ্রিক পরিবেশ রক্ষায় এমন গবেষণাভিত্তিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

- বিজ্ঞাপন -

কর্মশালায় সভাপতিত্ব করেন প্রকল্পটির প্রধান গবেষক ও মৎস্য অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজেদুল হক। তিনি বলেন, “সমুদ্রের তলদেশে পড়ে থাকা একেকটি ভূতুড়ে জাল যেন নীরব মৃত্যুকূপ। এদের হাত থেকে বাঁচাতে জরুরি ব্যবস্থা নিতে হবে।”

সংলাপে শিক্ষক, নীতিনির্ধারক, জনপ্রতিনিধি ও মৎস্যজীবীদের অংশগ্রহণে একটি অর্থবহ পরিবেশ সৃষ্টি হয়।

গবেষণাটি বাস্তবায়নে সহায়তা করে আন্তর্জাতিক সংস্থা ‘GGGI’ ও ‘Ocean Conservancy’। স্থানীয় জেলেদের অভিজ্ঞতা ও বাস্তব চিত্র সংলাপে যুক্ত হয়ে তা আরও হৃদয়স্পর্শী হয়ে ওঠে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button