ভারত সীমান্তে গোপনে ক্ষেপণাস্ত্র ঘাঁটি বানাচ্ছে চীন

চীন গোপনে ভারত সীমান্তের কাছে নতুন ক্ষেপণাস্ত্র বাঙ্কার নির্মাণ করছে এমন তথ্য উঠে এসেছে স্যাটেলাইট চিত্রে। তিব্বতের প্যাংগং হ্রদের পূর্বাঞ্চল থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে এই উন্নতমানের বিমান প্রতিরক্ষা কমপ্লেক্স তৈরি করছে বেইজিং। বিশ্লেষকদের মতে, এই স্থাপনাটি ভারতের জন্য নতুন কৌশলগত হুমকি হয়ে উঠতে পারে।
প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, স্থাপনাটিতে রয়েছে কমান্ড ও কন্ট্রোল ভবন, সৈন্যদের আবাসন, রাডার সিস্টেম, যানবাহনের ছাউনি ও গোলাবারুদ সংরক্ষণাগার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গোপন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থানগুলো, যেগুলো আচ্ছাদিত ছাদের নিচে তৈরি করা হচ্ছে।
মার্কিন ভূ-গোয়েন্দা সংস্থা AllSource Analysis প্রথম এই নির্মাণ কার্যক্রম শনাক্ত করে। তাদের দাবি, এসব বাঙ্কারে চীনের দীর্ঘপাল্লার কাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন করা হতে পারে। এসব ক্ষেপণাস্ত্র বাঙ্কার আচ্ছাদিত থাকায় শত্রুপক্ষের পক্ষে সঠিক অবস্থান নির্ধারণ কঠিন হবে।
একই ধরনের একটি স্থাপনা গার কাউন্টি এলাকায় তৈরি হচ্ছে, যা ভারতের নতুন নিওমা বিমানঘাঁটির বিপরীতে অবস্থিত। মার্কিন মহাকাশ গোয়েন্দা সংস্থা Vantage Space-এর স্যাটেলাইট চিত্রেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চিত্রগুলোতে দেখা যায়, উৎক্ষেপণ বে-গুলোর ছাদ স্লাইডিং কাঠামোর, যা প্রয়োজন হলে খুলে ফেলা যায়। একাধিক স্থানে এই ছাদ আংশিক খোলা অবস্থায় দেখা গেছে, যা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতির ইঙ্গিত দেয়।
গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন, এই নতুন নকশা দক্ষিণ চীন সাগরের সামরিক ঘাঁটিতে ব্যবহৃত কাঠামোর সঙ্গে মিলে যায়। এ ধরনের ভূগর্ভস্থ বা ছাউনি-ঢাকা বাঙ্কার ব্যবস্থা ভারতের সীমান্তে প্রথমবারের মতো দেখা গেল।
অলসোর্স অ্যানালাইসিস জানিয়েছে, বাঙ্কারগুলোতে ডেটা ক্যাবল সংযোগ স্থাপন করা হয়েছে, যা কমান্ড সেন্টারের সঙ্গে সরাসরি যোগাযোগ নিশ্চিত করবে। যদিও এখনো পুরো কমপ্লেক্সটির নির্মাণকাজ শেষ হয়নি, তবে ভারতের প্রতিরক্ষা কর্তৃপক্ষ ইতোমধ্যে বিষয়টিকে উচ্চ পর্যায়ের নজরদারিতে রেখেছে।




আপনার মন্তব্য লিখুন