ভাইরাল ছাত্রলীগ নেতা ভুগোল মেহেদির ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

 

- বিজ্ঞাপন -

ছাত্রজনতার আন্দোলনে হামলা ও উসকানীমূলক বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছাত্রলীগের সাবেক নেতা মো. মেহেদি হাসান ওরফে ‘ভুগোল মেহেদি’র সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
বুধবার পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক (এসআই) মোবাইদুল ইসলাম মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে রিমান্ডের এ আবেদন করেন। মেহেদির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার (৩১ মে) রাত সাড়ে ১২টার দিকে পটুয়াখালী শহরের চৌরাস্তা এলাকা থেকে স্থানীয় লোকজন মেহেদিকে ধরে থানায় সোপর্দ করেন। পরদিন (১ জুন) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “মেহেদির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আরও কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের প্রয়োজনে আমরা রিমান্ড আবেদন করেছি।”

২০২৪ সালের ৩ আগস্ট বিকেলে শহরের ঝাউতলা ফোরলেন সড়কে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের একটি বিক্ষোভ চলছিল। সেই সময় মেহেদি ‘ভুগোল মেহেদি’ নামে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে ছাত্রজনতার বিরুদ্ধে একের পর এক উসকানিমূলক বক্তব্য দেন। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালে দীর্ঘদিন বসবাস করা মেহেদি চলতি বছরের শুরুর দিকে পটুয়াখালীতে ফিরে আসেন। গ্রেপ্তারের সময় তিনি বরিশালের দিকে যাচ্ছিলেন বলে জানায় পুলিশ।
ভুগোল মেহেদি পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। আগে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মেয়রের হয়ে সামাজিক মাধ্যমে নানা সময় প্রচারণামূলক পোস্ট দিয়ে আলোচনায় আসেন। মেহেদি হাসান শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা। তার বাবা হাবিবুর রহমান স্থানীয়ভাবে পরিচিত একজন ব্যবসায়ী।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button