ব্র্যাক মাইক্রোফিনান্স পটুয়াখালীর উদ্যোগে মাছের পোনা বিতরণ

ব্র্যাক মাইক্রোফিনান্স পটুয়াখালীর উদ্যোগে পরিচালিত ব্র্যাক ফিশ ফার্মিং প্রকল্পের আওতায় কলাপাড়া উপজেলার তিনটি শাখা অফিসের মাধ্যমে মোট ৪৩ জন মাছ চাষীর মাঝে উন্নত জাতের ব্র্যাক তেলাপিয়া-২ মাছের পোনা বিতরণ করা হয়েছে।

- বিজ্ঞাপন -

উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই পোনা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার জনাব ইয়াসিন সাদেক। তিনি বলেন, “এই ধরনের প্রকল্প স্থানীয় চাষীদের আত্মকর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নত জাতের পোনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আর্থিক স্বনির্ভরতা অর্জনে সহায়তা করছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক, মাইক্রোফাইন্যান্স কলাপাড়া এবং মোঃ আব্দুল হান্নান, শাখা ব্যবস্থাপক, মাইক্রোফাইন্যান্স কলাপাড়া।

ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, ব্র্যাক তেলাপিয়া-২ হলো উন্নত জাতের একটি মাছ, যা দ্রুত বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও তুলনামূলক বেশি। এই পোনাগুলো চাষীদের উৎপাদন খরচ কমিয়ে লাভজনক চাষে সহায়তা করবে।

বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে চাষীদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত পরামর্শও প্রদান করা হচ্ছে, যাতে তারা আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে ভালো ফলাফল অর্জন করতে পারেন।

- বিজ্ঞাপন -

স্থানীয় চাষীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, ব্র্যাকের সহযোগিতায় তারা মাছ চাষে নতুন আশার আলো দেখতে পাচ্ছেন। পোনা বিতরণ ছাড়াও নিয়মিত খোঁজখবর ও কারিগরি সহায়তা পেলে তারা আরও ভালোভাবে মাছ চাষ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button