ব্যবসায়ীদের দাবী পূরণে কুয়াকাটায় পুনরায় খুলছে সকল ব্যবসা প্রতিষ্ঠান

 

- বিজ্ঞাপন -

আবুল হোসেন রাজু, কুয়াকাটা (পটুয়াখালী)
ব্যবসায়ীদের দাবী পূরণ হওয়ায় আগামীকাল (রবিবার) থেকে কুয়াকাটার সকল হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার ঘোষণা দিয়েছে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন।
শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের সভাপতি এম এ মোতালেব শরীফ এ ঘোষণা দেন। তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসায়ীদের দাবির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করেছে। তাই কুয়াকাটার পর্যটন ব্যবসা স্বাভাবিক রাখতে রোববার সকাল থেকে সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে।
এর আগে ভ্যাট কর্মকর্তার অশালীন আচরণের প্রতিবাদে গত সপ্তাহে কুয়াকাটার হোটেল-মোটেল ও রেস্তোরাঁ মালিকরা অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধের ঘোষণা দিয়েছিলেন। ওই ঘটনায় পর্যটন ব্যবসায় মন্দা দেখা দেয় এবং পর্যটক উপস্থিতিও কমে যায়।
দাবি পূরণে সন্তোষ প্রকাশ করে ব্যবসায়ীরা বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি তুলে ধরেছিলাম, প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখেছে এজন্য আমরা কৃতজ্ঞ।
এদিকে ব্যবসা প্রতিষ্ঠান খোলার ঘোষণা আসায় পর্যটনকেন্দ্র কুয়াকাটায় আবারও প্রাণ ফিরে পেতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় পর্যটনকর্মী ও ব্যবসায়ীরা।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button