বেস ট্রান্সসিভার স্টেশনে অগ্নিকাণ্ড; লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে মুঠোফোন নেটওয়ার্ক সেবা কোম্পানি গ্রামীণফোনের একটি বেস ট্রান্সসিভার স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পৌর শহরের কাগুজিরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, অগ্নিকাণ্ডে টাওয়ারের দুটি ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। যাতে কোম্পানির লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ টাওয়ারের ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে তা চারিদিক আচ্ছন্ন হয়ে যায় এবং আগুনের ফুরকি দেখা যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় টাওয়ারে কর্মরত কোনো নিরাপত্তাকর্মী উপস্থিত ছিলেন না বলে অভিযোগ স্থানীয়দের।
বাউফল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাব্বির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যাটারির শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে আমাদের সম্পূর্ণ কার্যক্রম শেষ হলে সঠিক কারণ জানা যাবে বলেন তিনি।
আপনার মন্তব্য লিখুন