বৃষ্টি উপেক্ষা করে বন্যার্তদের বাড়িতে ত্রাণ নিয়ে হাজির বিএনপি নেতা কবির!

উপকূলীয় জেলা পটুয়াখালীর বাউফলের তেতুলিয়া নদীর অব্যাহত ভাঙ্গন কবলিত ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ অর্ধশত পরিবারকে নগদ অর্থ ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাউফল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ।
আজ ১০ জুলাই (বৃহস্পতিবার) দুপুর আড়াইটায় তেতুলিয়া নদী তীরবর্তী চন্দ্রদ্বীপ, নাজিরপুরের অর্ধশতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর প্যাকেজের মধ্যে ছিল চাল, ডাল, তৈল, চিনিসহ বিভিন্ন আইটেমের শুকনো খাবার।
এ সময় বিএনপি নেতা হুমায়ুন কবির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ তালুকদারের পক্ষ থেকে তেতুলিয়া নদী তীরবর্তী অর্ধ শতাধিক পরিবারের মধ্য এ সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, পৌর বিএনপির দপ্তর সম্পাদক মো. আবুল বাশার ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মল্লীক, বাউফল পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইমাম হাসানসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আপনার মন্তব্য লিখুন