বিসিএস কৃষির বিএনপিপন্থি ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বিএনপিপন্থি এই তিন কৃষি কর্মকর্তা ২০তম ব্যাচের সদস্য। ৫ আগস্টের পর প্রভাবশালী বলয় তৈরি করেন। ফ্যাসিবাদ বিরোধী ভূমিকার অংশ হিসেবে তারা কৃষিসচিব ড. এমদাদ উল্লাহ মিয়ানসহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও সক্রিয় ছিলেন।
বিসিএস (কৃষি) ক্যাডারের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কৃষি মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ জুন) তাদের বরখাস্ত করা হয়।
বিএনপিপন্থি তিন কর্মকর্তা হলেন- কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) সাবেক উপ-পরিচালক (প্রশাসন) ও মেহেরপুর হর্টিকালচার সেন্টারে বদলির আদেশপ্রাপ্ত ড. মুহাম্মদ মাহবুবুর রশীদ, মৌলভীবাজার জেলা বীজ প্রত্যয়ন অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা এবং কৃষি সম্প্রসারণ অধিদফতর হবিগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক মো: রেজাউল ইসলাম (মুকুল)।
কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
মঙ্গলবার স্বাক্ষরিত তাদের বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘…সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা,১৯৭৯ এর ৩০-(এ), (বি), (সি) ও (ডি), সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা-২০১৮ বিধি ৩(খ) ও ৩(ঙ)-এর অভিযোগ প্রাথমিক সত্যতা থাকায় দায়িত্ব থেকে বিরত রাখার জরুরি আবশ্যকত্যায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯(১) অনুযায়ী সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।’ সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
একাধিক কর্মকর্তা জানান, বিএনপিপন্থি এই তিন কৃষি কর্মকর্তা ২০তম ব্যাচের সদস্য। ৫ আগস্টের পর প্রভাবশালী বলয় তৈরি করেন। ফ্যাসিবাদ বিরোধী ভূমিকার অংশ হিসেবে তারা কৃষিসচিব ড. এমদাদ উল্লাহ মিয়ানসহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও সক্রিয় ছিলেন।
আপনার মন্তব্য লিখুন