বিলীন হওয়া কুয়াকাটা সৈকত পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

আবুল হোসেন রাজু, কুয়াকাটা (পটুয়াখালী)

জোয়ারের তীব্রতায় ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টায় সৈকতের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

- বিজ্ঞাপন -

এসময় তিনি কুয়াকাটা পর্যটন পার্কের সামনে ৪ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ১৩০০ মিটার দৈর্ঘ্যের মেরিন ড্রাইভেরও কাজ পরিদর্শন করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, “সমুদ্রের বালুক্ষয়ের কারণে এই প্রকল্পটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি এই কাজে কারো গাফিলতি থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সৈয়দ তরিকুর রহমান তুহিন, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তি।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button