বিএনপি নেতা কবিরের নেতৃত্বে মিছিল, কাঁপলো বাউফলের রাজপথ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক মব তৈরী ও নির্বাচন পিছিয়ে দেওয়া ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বাউফলে অনুষ্ঠিত হয়েছে।

- বিজ্ঞাপন -

বাউফল উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতা কর্মীরা এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।

আজ রবিবার (২০ জুলাই) সকাল ১১টায় বাউফল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির হাসপাতাল রোডস্থ কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

সাবেক উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে মিছিল শেষে সমাবেশে বত্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সেলিম সিকদার, সাবেক যুগ্ম আহবায়ক অলিয়ার রহমান, শ্রমিকদলের আহবায়ক হাসান মাহমুদ মঞ্জু ও সাবেক উপজেলা যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম।

এ সময় সাবেক উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জুলাইয়ের অন্যতম মাস্টারমাইন্ড, তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

- বিজ্ঞাপন -

তিনি আরো বলেন, বিএনপি একটি শান্তি প্রিয় দল, এই দলের বিরুদ্ধে অপপ্রচার করে লাভ নেই। এই দল জনগণের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। তারেক রহমানের দল। মাটি ও মানুষের দল। এই দলের সাথে ঐতিহাসিকভাবে মাটি ও মানুষের সাথে সম্পর্ক। সুতরাং এই দলকে দাবিয়ে রাখা যাবে না। বিফলে যাবে সকল ষড়যন্ত্র।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button