বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় গলাচিপা উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ আছর গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদে এ আয়োজন করে ইসলামি ছাত্রশিবির গলাচিপা উপজেলা শাখা। দোয়ার আয়োজনে মুসল্লিদের উদ্দেশ্যে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি কাজী খাইরুল হাসান বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা অতুলনীয়, ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে নানাভাবে নির্যাতনের মাধ্যমে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এবং আগামী রাষ্ট্র গঠনে তিনি ভূমিকা রাখতে পারবেন বলে আমরা আশা করছি। তার আপোষহীন মনোভাব এ প্রজন্মের জনতার জন্য এক অনুপ্রেরণীয় দৃষ্টান্ত। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরে আনেন।
তিনি আরো বলেন বিগত কয়েকদিন ধরে বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই আজ ইসলামী ছাত্রশিবিরের তাৎক্ষণিক এই দোয়ার আয়োজন।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিবিরের বায়তুলমান সম্পাদক মোঃ সিফাতুল্লাহ, গলাচিপা সরকারি কলেজ শিবিরের সভাপতি রফিকুল ইসলাম সহ কলেজ শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।




আপনার মন্তব্য লিখুন