বাউফল পৌর শহরের গোলাবাড়ি সড়কের বেহাল অবস্থা

বাউফল পৌর শহরের একটি জনগুরুত্বপূর্ণ সড়কে খানাখন্দের কারণে স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
জানা গেছে, শহরের গোলাবাড়ি মোড় থেকে বেইলী ব্রিজ পর্যন্ত এউ সড়কটি বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এই খানাখন্দে পানি জমে যায়। ফলে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
এই সড়ক দিয়ে গোলাবাড়ি, নুরাইনপুর – কালিশুরী সড়কে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে।
বাউফল পৌরসভা সূত্রে জানা গেছে, এই সড়কটি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। এটি মেরামতের দায়িত্ব তাদের।
আপনার মন্তব্য লিখুন