বাউফলে ১১ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের সঙ্গে মতবিনিময় করলেন ড. মাসুদ

পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের প্রার্থীদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ এবং খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আইয়ুব বিন মুসা।
আসন সমঝোতার মধ্য দিয়ে জামায়াতের সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন খেলাফত মজলিসের নেতাকর্মীরা। একই সঙ্গে সভায় ইসলামপন্থীদের বিজয়ের লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়।
সভায় খেলাফত মজলিসের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল, বাউফল উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তফা, সহ-সভাপতি নুরুল আমিন আজাদী, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আনিসুল রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমাম হোসেন, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা নূরে আলম, ছাত্র বিষয়ক সম্পাদক হাফেজ সানাউল্লাহ এবং বাউফল পৌর সভাপতি।
এছাড়া জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতের বাউফল উপজেলা আমির মাওলানা ইসাহাক মিয়া, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাহমুদউল্লাহ, শিবিরের জেলা সভাপতি রাকিবুল ইসলাম নুর, শিবিরের উপজেলা সভাপতি লিমন হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ|




আপনার মন্তব্য লিখুন