বাউফলে হতদরিদ্র নারীর গরু নিয়ে গেছে স্বেচ্ছাসেবক লীগ নেতা

বাউফলে সুদের ৭ হাজার টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় এক হতদরিদ্র নারীর একটি গাভিন গরু জোরপূর্বক নিয়ে গেছে ধুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক ব্যাপারী।

- বিজ্ঞাপন -

ভূক্তভোগী নারীর নাম রাবেয়া বেগম। তার বাড়ি উপজেলার ধুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে।

এ ঘটনায় রাবেয়া বেগম (৫০)  ধুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রফিক ব্যাপারীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু   গ্রাম্য আদালত অভিযোগটি  নিষ্পত্তি  করতে না পেরে অভিযোগটি  সোমবার (২৬ মে) রাতে বাউফল থানায় পাঠায়। (গ্রাম আদালতের অভিযোগ নম্বর ১৮/২৫)

রাবেয়া বেগম জানান, ১ বছর আগে বিশেষ  প্রয়োজনে রফিক ব্যাপারীর কাছ থেকে সুদে ৩০ হাজার টাকা গ্রহণ করেন।

ধাপে ধাপে সুদসহ তিনি ৫২ হাজার টাকা পরিশোধ করেন।

- বিজ্ঞাপন -

কিন্তু এর পরেও রফিক সুদের  আরও ৭ হাজার টাকা দাবি করেন।

রাবেয়া সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে রফিক ব্যাপারী তার একটি গাভিন গরু বাড়ি এসে জোরপূর্বক নিয়ে যান।

ধুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) জহিরুল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, আমি বিবাদী রফিক ব্যাপারীকে তিনবার লিখিত ও মৌখিক নোটিশ প্রদান করেছি। কিন্তু তিনি একবারও আদালতে উপস্থিত হননি। বিষয়টি দীর্ঘ সময় ঝুলে থাকায় অবশেষে থানায় লিখিতভাবে জানানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক ব্যাপারীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন,” বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button