বাউফলে সম্ভ্রম বাঁচাতে পুকুরে ঝাঁপ, অভিযোগ মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন

পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি ও পুকুর ব্যবহার সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে বাউফল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উভয় পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন অভিযোগে উল্লিখিত গৃহবধূর স্বামী আক্কাস মুন্সি।
সংবাদ সম্মেলনে গৃহবধূর স্বামী আক্কাস মুন্সি বলেন, বাড়ির পুকুরের ঘাট দেয়া নেয়া নিয়ে পারস্পারিক বিরোধ দেখা দেয়, সেখানে উভয় পক্ষের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয় এছাড়া অন্য কোন ঘটনা ঘটেনি তার বক্তব্য অনুযায়ী, তথাপি এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে আমার স্ত্রীর ব্যাপারে শুভকে জড়িয়ে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা আদৌ সত্য ও সঠিক নয়। সেখানে কোন শ্লীলতাহানির কোন ঘটনা ঘটেনি। যারা এই মিথ্যা রিপোর্ট করেছে তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিবো।
তার স্ত্রী কর্তৃক সাংবাদিকের কাছে অভিযোগের বিষয়ে গৃহবধূর স্বামী আক্কাস মুন্সি আরও বলেন, আমার স্ত্রী অসুস্থ অনেকে অনেক কথা বইলা, কথা সৃষ্টি কইরা অনেক কিছু লিখছে। এটা পারিবারিক বিষয় এখানে কোন রাজনৈতিক বিষয় না।
এদিকে সংবাদ সম্মেলনে শুভ জানান, এটা কোন রাজনৈতিক ঘটনা না, দীর্ঘদিনের জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার সঙ্গে শ্লীলতাহানির কোনো সম্পর্ক নেই।
উল্লেখ্য, গত শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে ঘটে যাওয়া ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।




আপনার মন্তব্য লিখুন