বাউফলে যুবকের লাশ উদ্বার

 

- বিজ্ঞাপন -

পটুয়াখালীর বাউফলে গতকাল শনিবার সকালে  আদাবাড়িয়া ইউপির দক্ষিন লক্ষীপাশা এলাকার শহীদ ডাঃ বাড়ির কাছ থেকে মো. ইব্রাহীম খলিল (৩১) নামের এক যুবকের লাশ উদ্বার করেছে বাউফল  থানা পুলিশ।তার পিতার নাম মো. হাচন গাজী।তিনি দুই সন্তানের জনক ছিলেন।

স্থানীয় ও পারিপারিক সুএ জানা যায়,গত মঙ্গল বার সন্ধ্যার পরে  ঘর থেকে বের  হন ইব্রাহীম খলিল ।তার পর থেকে সে নিখোঁজ।আজ শনিবার (৩ মে) সকালে তাকে শহীদ ডাঃ বাড়ির কাছে গরুর খড়ের পাশে আছিয়া নামের দশম শ্রেনীর এক শিক্ষার্থী দেখতে পেয়ে ডাক চিৎকার করেন। এতে এলাকার লোকজন  তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আকতারুজ্জামান সরকার বলেন,আমরা ঘটনা স্থলে এসেছি এবং লাশ উদ্বার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button