বাউফলে মহাসড়ক অবরোধ, খেলার মাঠে মেলা বন্ধের দাবি যুবসমাজের।

পটুয়াখালীর বাউফল পৌর শহরের যুবসমাজ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। পাবলিক মাঠে মেলা বন্ধের দাবিতে তারা বাউফল-বগা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে বাউফল ফুটবল একাডেমি ক্লাব ও ব্যাক স্টেট ভয়েজ ক্লাবের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইমরান হুসাইন, ফয়সাল সিকদার, রুমেন সিকদার, জাকির হোসেন, মাহবুব হোসেন, সাহেদ সিকদার, সাইফ উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত পাবলিক মাঠে মেলা বন্ধের দাবি জানাই।
তারা আরও বলেন, সামনে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা, এছাড়া অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা। এই মেলার কারণে পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হবে। এলাকায় শব্দদূষণ ও মলমূত্র ত্যাগের কারণে পরিবেশদূষণ ঘটবে। তাছাড়া মেলার আশপাশে হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা ও শিশুদের স্কুল রয়েছে।
বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে মেলা বন্ধ না করলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
অভিযোগ করা হয়, মানববন্ধন চলাকালে মেলার কয়েকজন আয়োজক আন্দোলনকারীদের হুমকি দেন এবং মানববন্ধন বানচালের চেষ্টা করেন।
ছবি: সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে যুবসমাজ
আপনার মন্তব্য লিখুন