বাউফলে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

বাউফল প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে অপারেশন ডেভিল হান্ট অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এজাহার নামীয় আসামি আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আলমকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এছাড়াও ওই মামলায় মামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অজ্ঞাত নামা আসামি হিসেবে সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ শিকদারকে গ্রেফতার করা হয়েছে।

- বিজ্ঞাপন -

বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন যমুনা নিউজকে জানান, বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ১০ জন গ্রেফতার হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button