বাউফলে বিএনপির লিফলেট বিতরণ ও প্রচার কার্যক্রম অনুষ্ঠিত

পটুয়াখালীর বাউফলে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

- বিজ্ঞাপন -

বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের নূরায়ানপুর বাজারে আয়োজিত এ প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল আহম্মেদ লেনিন। তিনি বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই বর্তমান সংকট নিরসনের পথ দেখাবে। জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতেই আমাদের এই প্রচেষ্টা।”
প্রচার কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের নেতা মুনঈমুল ইসলাম মিরাজ, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইশতিয়াক রসুল সোয়েব এবং সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ মুন্না।
এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা জানান, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা মাঠে সক্রিয় আছেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থেকে আন্দোলন চালিয়ে যাবেন।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button