বাউফলে বিএনপির দুই গ্রুপের বিক্ষোভ মিছিল

সারা দেশে বিএনপির বিরুদ্ধে চলমান “ষড়যন্ত্র ও মিথ্যাচার” এর প্রতিবাদে এবং ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি জানিয়ে পটুয়াখালীর বাউফলে বিএনপির দুটি পৃথক গ্রুপ বিক্ষোভ মিছিল করেছে।

- বিজ্ঞাপন -

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে বাউফল পৌর শহরের হাসান দালাল মার্কেট এলাকা থেকে প্রথম মিছিলটি বের করে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেনের নেতৃত্বাধীন একটি গ্রুপ। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অন্যদিকে, বিকেল সাড়ে ৫টায় সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা শহিদুল আলম তালুকদারের সমর্থকরা শহরের এমপির ব্রিজ এলাকা থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করেন। এই মিছিলটি গোলাবাড়ি মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দুইটি মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল: এক বোতলের দুই সিপি জামাত শিবির আর এমসিপি “ষড়যন্ত্রকারীদের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও” “জামায়াত-শিবির-রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়”

মিছিল চলাকালীন বাউফল থানা পুলিশ শহরের গুরুত্বপূর্ণ মোড়ে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button