বাউফলে বাল্কহেডের সঙ্গে ব্রিজের ধাক্কায় শ্রমিকের করুণ মৃত্যু

 

- বিজ্ঞাপন -

পটুয়াখালীর বাউফলে বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে ব্রিজের ধাক্কায় শাকিব (২২) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় মাথা আঘাতপ্রাপ্ত হয়ে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনাটি ঘটেছে গতকাল (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টার দিকে, উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকঢাল গ্রামের খানবাড়ি সংলগ্ন একটি খালে।

নিহত শাকিব কালাইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বালু বোঝাই বাল্কহেড কাছিপাড়া ইউনিয়নের একটি কারখানা থেকে দেওপাশা যাচ্ছিল। শ্রমিক শাকিব বাল্কহেডের উপর বসে ছিলেন। খানবাড়ি ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় ব্রিজের উচ্চতা তুলনামূলক কম হওয়ায় বাল্কহেডের উপর বসে থাকা শাকিবের মাথা সজোরে ব্রিজের নিচের অংশে আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তা খালে পড়ে যায়।

- বিজ্ঞাপন -

স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির নিচ দিয়ে ভারী যান চলাচলের সময় কোনও সতর্কতা বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button