বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে!

পটুয়াখালীর বাউফল-ঢাকা মহাসড়কে ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়েছে। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার আফছেরের গ্রেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ১০জন আহত হন।
আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
যাত্রীদের অভিযোগ, গলাচিপা ও দশমিনা থেকে ছেড়ে আসা পরিবহন গুলোতে শ্রম আইন লঙ্ঘন করে একই চালককে দিনে-রাতে দুইবার বাস চালাতে দেয়া হয়। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এই রুটে।
স্থানীয়রা বলছেন, বাউফল-ঢাকা মহাসড়কের চলাচল করা ঢাকাগামী পরিবহন গুলো প্রায়ই দুর্ঘটনার শিকার হয় এবং এতে হতাহতের ঘটনা ঘটছে।
আপনার মন্তব্য লিখুন