বাউফলে দুই বেকার ব্যক্তিকে অটোরিকশা উপহার দিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

বাউফলে দুই বেকার ব্যক্তিকে অটোরিকশা উপহার দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
আজ শুক্রবার (২২আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কাগজিরপুল এলাকায় দুই বেকারের মাঝে এই অটোরিকশা উপহার প্রদান করেন তিনি।
অটোরিকশা পেয়ে সন্তুষ্ট হয়ে বাউফলের কালিশুরি ইউনিয়নের সিংহেরাকাঠি গ্রামের সাইফুল ইসলাম (৩৮) বলেন, “ড. শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের প্রতি আমি অনেক খুশি। তার এই উপহারের মাধ্যমে আমি রুটিরুজির ব্যবস্থা করতে পারব। পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারবো। ইনশাআল্লাহ।
বাউফলের বিলবিলাস গ্রামের শহিদুল ইসলাম (৬০)। তিনি পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করতে হিমশিম খাচ্ছিলেন। তাকেও আজ আট সিটের একটি অটোরিকশা উপহার দেয়া হয়েছে।
শহিদুল ইসলাম বলেন, “আমার বউ বাচ্চা নিয়ে সংসার চালাতে এতদিন কষ্ট হতো। এখন ডক্টর মাসুদ ভাই অটোরিকশা উপহার দেয়ায় আমি দুশ্চিন্তা মুক্ত হলাম। মাসুদ ভাইয়ের জন্য অনেক দোয়া রইল।”
এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক,ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট আবুল কাশেম,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ লিমন হোসেন, জেলা ছাত্রশিবির সভাপতি রাকিবুল ইসলাম নুর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেদোয়ান উল্লাহ, সেক্রেটারি মাহমুদুল হাসান, কালাইয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ হাসনাইনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আপনার মন্তব্য লিখুন