বাউফলে ছাত্রদলের যুগ্ম আহবায়কের নেতৃত্বে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউপির নারায়নপাশা এলাকায় সোমবার সন্ধ্যায় মো. সুজন হাওলাদার  (৩০) নামের এক ইজিবাইক চালককে পিটিয়ে এবং ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
নিহতের বাবা নবী আলী হাওলাদার অভিযোগ করেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মিরাজের (৩০) নেতৃত্বে ওই হত্যাকান্ডের ঘটনো হয়েছে। তবে হত্যাকান্ড সম্পর্কে কিছুই বলতে পারেনি নবী আলী হাওলাদার।
বাউফল থানার অফিসার ইনচার্জ, তদন্ত আতিকুর রহমান বলেন, ‘তাঁর শরীরের চার অংশে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় নিতে মাঠে কাজ শুরু করেছে।’

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button