বাউফলে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক-১

পটুয়াখালীর বাউফলে চুরি হওয়া ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৮ মে) ভোর ৫টার দিকে পটুয়াখালী সদরের ডিসি বাংলো সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে মোটরসাইকেল উদ্ধার করে ডিবি ও বাউফল থানা পুলিশের একটি দল৷
এরআগে, পটুয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা ইমরান হোসেনকে (২৫) আটক করে ডিবি। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ শেষে আটক ইমরান চুরির বিষয়টি স্বীকার করেন।
পুলিশ জানায়, বাউফল পৌর শহরের বাসিন্দা জুয়েল রানা ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে। সোমবার সন্ধ্যায় গোলাবাড়ি এলাকা থেকে জুয়েলের মোটরসাইকেলটি চুরি হয়। পরে থানায় পুলিশের তথ্যে জুয়েলেরই বন্ধু ইমরানকে আটক করে ডিবি। ইমরানের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে মোটরসাইকেল উদ্ধার করা হয়। আগেও একাধিক মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত ছিলেন ইমরান। আইনী প্রক্রিয়া শেষে মালিক জুয়েলকে তার গাড়ি বুঝিয়ে দেয়া হবে বলেও জানায় পুলিশ।
এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। চুরির ঘটনায় জড়িতদের বিষয় মামলার তদন্তে বিস্তারিত উঠে আসবে বলে জানান তিনি।
 
				 
					 
					



আপনার মন্তব্য লিখুন