বাউফলে চায়ের দোকান থেকে অস্ত্র উদ্ধার, আটক ৩

পটুয়াখালীর বাউফলে চায়ের দোকান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।  এসময় দোকানীসহ মোট ৩ জনকে আটক করেছে বাউফল পুলিশ।

- বিজ্ঞাপন -

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত  রাত ১০ টার দিকে দাশপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সিরপুল এলাকার ওয়ালিল উল্লাহ (২৬) নামের আটক ব্যক্তির দোকানের ক্যাশবাক্স থেকে পুরোনো রিভলবার সাদৃশ্য এ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

আগ্নেয়াস্ত্র যাচাই-বাছাই করার জন্য সিআইডি এক্সপার্টকে খবর দেয়া হয়েছে।

আটক ওয়ালিল উল্লাহ দাসপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড থানা মুশলিমপাড়া গ্রামের আবুল কাশেম চৌকিদারের ছেলে। আটক অপর দুজনও একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দু’জন সন্দেহভাজন ইয়াবা বহকারী ওই চায়ের দোকানে ছিলেন। তাদের তল্লাশী করে ইয়াবা উদ্ধার হলে পরে দোকানেও তল্লাশী চালায় পুলিশ। তখন দোকানের ক্যাশবাক্স খুললে আগ্নেয়াস্ত্র’র মতই দেখতে অস্ত্রটি উদ্ধার করা হয়। দোকানদারসহ ওই দু’জনকেও আটক করা হয়েছে।

- বিজ্ঞাপন -

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, থানা পুলিশ শতভাগ নিশ্চিত হয় উদ্ধারকৃত বস্তুটি আগ্নেয়াস্ত্র নাকি কোনো খেলনা পিস্তল। তবে মেটালের তৈরি বস্তুটি বেশ পুরোনো। আমরা যাচাই-বাছাই করতেছি এবং সকালে সিআইডি এক্সপার্ট টিম পরীক্ষা করবে। তারপরে এবিষয়ে নিশ্চিত ভাবে বলা যাবে। আটক সবাইকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button