বাউফলে এনসিপি’র কেন্দ্রীয় নেতার ব্যতিক্রম উদ্যোগ

বাউফলে জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে ঈদুল আজহা উপলক্ষে বিশেষ আপ্যায়নের আয়োজন করা হয়েছে। আজ শনিবার (৭ জুন) দুপুরে পৌর শহরের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে এ আয়োজন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মো. মুজাহিদুল ইসলাম শাহিন।
অনুষ্ঠানে ৭ জন শহীদ পরিবারের সদস্য ও ৩২ জন জুলাইযোদ্ধা পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। আপ্যায়ন শেষে তাঁদের প্রত্যেককে কাঁচা গরুর মাংস উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনদেরও আমন্ত্রণ জানানো হয়।
শহীদ হৃদয়ের বাবা দেলোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘আমি খুশি হয়েছি। ঈদের দিনে আমাদের আপ্যায়ন করা হয়েছে, উপহারও দেওয়া হয়েছে।’ একই ধরনের অনুভূতি প্রকাশ করেন অন্যান্য জুলাইযোদ্ধা পরিবারের সদস্যরাও।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা মুজাহিদুল ইসলাম শাহিনের এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান।
মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, ‘ঈদুল আজহার দিনে জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের আপ্যায়ন করাতে পেরে আমি আনন্দিত। তাঁদের ত্যাগের বিনিময়ে আমরা একটি ফ্যাসিস্টমুক্ত ঈদ উদযাপন করতে পেরেছি।’




আপনার মন্তব্য লিখুন