বাউফলে আওয়ামী লীগ নেতা সেলিম মৃধা আটক

বাউফলে আওয়ামী লীগ নেতা সেলিম মৃধাকে(৫৪) আটক করেছে পুলিশ। আজ রবিবার ভোররাত তিনটার দিকে ‘ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযানে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

- বিজ্ঞাপন -

সেলিম মৃধা ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং স্থানীয় মৃত আদম আলী মৃধার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সেলিম মৃধা ধানদী বাজার এলাকায় দলীয় প্রচারণা চালান। এসময় তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন এবং জনসাধারণকে আন্দোলনে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠে। বিষয়টি গোয়েন্দা সূত্রে নিশ্চিত হওয়ার পর রাতেই তার বাড়ি ঘেরাও করে পুলিশ তাকে আটক করে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সেলিম মৃধা এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। তবে সম্প্রতি তার কর্মকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগ উঠেছে, তিনি নিষিদ্ধ কার্যক্রমে সম্পৃক্ত থেকে এলাকায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিলেন।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার সাংবাদিকদের জানান, “আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার অভিযোগে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button