বাংলা নববর্ষে পবিপ্রবি ভিসি’র শুভেচ্ছা, “নবউদ্যমে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়”

বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে তিনি সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল মঙ্গল কামনা করেন।

- বিজ্ঞাপন -

 

শুক্রবার (১১ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ও চিরন্তন প্রাণের উৎসব। বাংলা নববর্ষ একটি অসাম্প্রদায়িক, অন্তর্ভুক্তিমূলক ও সর্বজনীন উৎসব হিসেবে আবহমানকাল ধরে উদযাপিত হয়ে আসছে। দেশের সব ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর মানুষ এই উৎসবের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত।”

ভাইস চ্যান্সেলর আরও বলেন, “পহেলা বৈশাখ সকল শ্রেণি, পেশা ও বয়সের মানুষের মাঝে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। নববর্ষের প্রেরণায় মানুষে মানুষে গড়ে ওঠে সাম্য, সৌহার্দ ও সম্প্রীতি। নতুন বছর হোক নতুন কেতন উড়িয়ে অসুন্দর ও অশুভকে পেছনে ফেলার প্রেরণা।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশের অগ্রযাত্রা স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ সর্বক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য এনেছে। উন্নয়ন ও অগ্রগতির এই ধারা নতুন বছরেও অব্যাহত থাকবে। বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে।”

- বিজ্ঞাপন -

শুভেচ্ছা বার্তাটি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে পাঠানো হয়।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button