ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং বাংলাদেশ বাণির মধ্য সমঝোতা স্বারক স্বাক্ষর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাথে বরিশালের স্থানীয় দৈনিক বাংলাদেশ বাণি পত্রিকার সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে। সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভলপমেন্টের (সাকমিড) সহযোগিতায় এই সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।
বুধবার (১৯ই নভেম্বর) দুপুর ২টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শ্রেণিকক্ষে এই সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। স্বারকে বিভাগের পক্ষ থেকে স্বাক্ষর করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দিন, দৈনিক বাংলাদেশ বাণির পক্ষ থেকে পত্রিকাটির সম্পাদক মো. আযাদ আলাউদ্দীন এবং সাকমিডের পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ডাইরেক্টর ও প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ কামরুল হাসান।
সমঝোতা স্বারক স্বাক্ষরের মধ্য দিয়ে বিভাগের শিক্ষার্থীরা সরাসরি দৈনিক বাংলাদেশ বাণি পত্রিকার সাথে কাজ করার সুযোগ পাবে। শিক্ষার্থীরা এখানে হাতে কলমে সাংবাদিকতার কাজগুলো শিখতে সহযোগিতা করবে দৈনিক বাংলাদেশ বাণি।
দৈনিক বাংলাদেশ বাণির সম্পাদক আযাদ আলাউদ্দীন বলেন, আমাদের দিক থেকে সার্বিকভাবে সর্বোচ্চ সহযোগিতা করব আমরা। আমাদের দরজা আগেও শিক্ষার্থীদের জন্য খোলা ছিলো এখন থেকে দায়িত্ব আরও বেড়ে গেল।
সাকমিডের ডেপুটি ডাইরেক্টর সৈয়দ কামরুল হাসান বলেন, শিক্ষার্থীরা সাংবাদিকতা পড়ছে এর পাশাপাশি মিডিয়া জগতে বাস্তবিক অর্থে কেমন সাংবাদিকতা চলছে তা হাতে কলমে শেখার প্রয়োজন আছে। সেই সুযোগ সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের আরও কীভাবে দক্ষ করে গড়ে তোলা যায় সেই লক্ষ্যেই আমরা আজকের এই সমঝোতা স্বারক স্বাক্ষর করলাম। আমরাও সার্বিকভাবে সহযোগিতা করব।
বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দিন বলেন, শিক্ষার্থীরা সাংবাদিকতায় পড়ার পাশাপাশি হাতে কলমে শেখার সুযোগ পাবে এটা শিক্ষার্থীদেরকে এগিয়ে রাখবে। সাকমিডকে ধন্যবাদ এমন একটি বিষয় নিয়ে এগিয়ে আসার জন্য সাথে সাথে তিনি বাংলাদেশ বাণিকেউ ধন্যবাদ জ্ঞাপন করেন।
সমঝোতা স্বারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক ইমরান হোসেন, বিভাগের আরেক শিক্ষক সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দিন, আরও উপস্থিত ছিলেন ডিডব্লিউ একাডেমিয়া ও সাকমিডে ফেলোশিপ পাওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছয় শিক্ষার্থী।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button