ববির অনশনরত আরও দুই শিক্ষার্থী গুরুতর অসুস্থ

 

- বিজ্ঞাপন -

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) চলমান অনশন কর্মসূচিতে আরও দুই শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অসুস্থ হয়ে পড়েন লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী তামিম আহমেদ রিয়াজ এবং আইন বিভাগের একই সেশনের শিক্ষার্থী শওকত ওসমান। পরবর্তীতে তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে একই দিন দুপুর ২টার দিকে অনশন চলাকালে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শারমিলা জামান সেজুতি অসুস্থ হয়ে পড়েন। তাকেও শেরে বাংলা মেডিকেলে ভর্তি করা হয়।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা যৌক্তিক তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করলেও এখনও তাদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি।

গত ৪ সেপ্টেম্বর রাত ১০টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে অনশন শুরু করেন। গত রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনশনস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের পাশে থেকে রাত যাপন করেন।

- বিজ্ঞাপন -

শিক্ষার্থীদের আন্দোলন ও অনশন চলমান থাকায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। অসুস্থ শিক্ষার্থীদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সহপাঠীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button