বন্ধুত্বের বন্ধনে নতুন অধ্যায় কুয়াকাটায় বরিশাল বিভাগের’৮৫ ব্যাচের মিলনমেলা

বরিশাল বিভাগের এসএসসি ১৯৮৫ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘বন্ধুত্বের বন্ধনে–বরিশাল ৮৫’এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী ‘কুয়াকাটা ফেস্ট–২০২৫’।
প্রাণের এই মিলনমেলা পরিণত হয় প্রাক্তন শিক্ষার্থীদের এক অনন্য উৎসবে, যেখানে হাসি-আনন্দ ও স্মৃতিচারণে মুখরিত হয়ে ওঠে সাগরকন্যা কুয়াকাটা।

- বিজ্ঞাপন -

দুই দিনব্যাপী উৎসবটি অনুষ্ঠিত হয় কুয়াকাটা সিকদার রিসোর্টে। অংশ নেন বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, কলাপাড়া ও কুয়াকাটাসহ সারা বাংলাদেশের কয়েকশত প্রাক্তন শিক্ষার্থী। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আবেগঘন ও স্মৃতিময়।
আয়োজনে ছিল বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা, আলোচনা সভা, র‍্যালি, কেক কাটা, খেলাধুলা, র‌্যাফেল ড্র, স্মৃতিচারণ ও আনন্দভোজসহ নানা বিনোদনমূলক পর্ব।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়
বন্ধুত্বের এই মিলনমেলা কেবল অতীত স্মৃতির পুনর্মিলন নয়; এটি আমাদের পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা ও মানবিক বন্ধনের পুনর্গঠনের এক মহৎ উদ্যোগ। আগামী বছরগুলোতেও এই আয়োজন আরও ব্যাপক আকারে অব্যাহত থাকবে।
অংশগ্রহণকারীরা বলেন,
বন্ধুত্বের বন্ধনে–৮৫ শুধু একটি গ্রুপ নয়; এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য আবেগ। এই মিলনমেলা আমাদের তারুণ্যের দিনগুলোকে আবার ফিরিয়ে দিয়েছে।
মিলনমেলাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে আনন্দের উচ্ছ্বাস। বন্ধুদের ছবি, ভিডিও, শুভেচ্ছা আর স্মৃতিচারণে রঙিন হয়ে ওঠে ফেসবুকজুড়ে ‘বরিশাল ৮৫’-এর বন্ধুত্বের গল্প।
আয়োজক কমিটির সদস্যদের মধ্যে ছিলেন আরমান, তুহিন, জিল্লুর, কাইউম, এডভোকেট শাহজাহান পারভেজ, বাবুল ভুইয়া ও তৃপ্তি ভৌমিক।

দেশের নানা প্রান্ত থেকে এসে এই মিলনমেলায় অংশ নেন বরিশাল বিভাগের ১৯৮৫ সালের এসএসসি ব্যাচের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী।
আয়োজন শেষে সবাই একমত হন
এই বন্ধুত্বের উৎসব কেবল একটি মিলনমেলা নয়, এটি ভবিষ্যত প্রজন্মের জন্যও এক অনুপ্রেরণার বার্তা বন্ধুত্বেই শক্তি, বন্ধুত্বেই প্রেরণা।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button