ফুচকা না এনে মাছ আনায় অভিমান, কলাপাড়ায় গৃহবধূর আত্মহত্যা

 

- বিজ্ঞাপন -

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ফুচকা না এনে মাছ নিয়ে ঘরে ফেরায় স্বামীর সঙ্গে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মারজিয়া আক্তার (১৮) নামের এক গৃহবধূ।
শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের দিয়ার আমখোলা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মারজিয়া পূর্ব আলীপুর গ্রামের আলম প্যাদার কন্যা এবং একই ইউনিয়নের জাহিদ প্যাদার স্ত্রী। জানা গেছে, মারজিয়া ও জাহিদ সম্পর্কে চাচাতো ভাইবোন ছিলেন।

নিহতের স্বামী জাহিদ প্যাদা বলেন, “গতকাল রাতে মারজিয়া বলেছিল, বাড়ি ফেরার সময় যেন ফুচকা নিয়ে যাই। কিন্তু মাছের গদিতে কাজের চাপ থাকায় দেরি হয়ে যায়। ফুচকা না এনে মাছ নিয়ে বাসায় ফিরলে সে রাগ করে। আমি মাছ কেটে ধুয়ে মোবাইল হাতে নিয়ে দেখতে থাকি। তখন মারজিয়া মোবাইল না দেখে ঘুমাতে বললে আমি ঘুমিয়ে পড়ি। সে পাশের বারান্দায় গিয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখি সে বিছানায় নেই। বারান্দায় গিয়ে দেখি গলায় ওড়না পেঁচিয়ে সে ঝুলছে।”

স্থানীয়রা জানান, ভোরে কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

- বিজ্ঞাপন -

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, “গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button