For Advertisement
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে পটুয়াখালীতে শিবিরের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার :
ফিলিস্তিনে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল কর্তৃক নারী, পুরুষ ও শিশু-কিশোরদের হত্যা এবং গাজায় নির্মম গণহত্যার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামি ছাত্রশিবির।
শুক্রবার (২১ মার্চ) বেলা ২ টায় জেলা ছাত্র শিবিরের আয়োজনে শহরের বনানী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তিতাস মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জেলা ছাত্র শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নুরের সভাপতিত্বে ও সেক্রেটারী তামিম হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি আব্দুল্লাহ আন নাহিয়ান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি রফিকুল ইসলাম বাসার।
এসময় বক্তারা , ইসরায়েলকে সন্ত্রাসী ও দখলদার উল্লেখ করে গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ, আরব লিগ, ওআইসি, কমনওয়েলথসহ আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
For Advertisement
Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.
Comments: