For Advertisement

প্রধান শিক্ষকের নির্যাতনে হাসপাতালে দুই শিক্ষার্থী

২০ মে ২০২৫, ১১:২১:৫৭

পটুয়াখালী সদর উপজেলার উত্তর বাদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম কর্তৃক দুই শিক্ষার্থীকে বেত্রাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থীরা শওকত হোসেন সজিব (৯) ও তানভির ইসলাম (১০) বর্তমানে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, গত সেমাবার সকালে শ্রেণিকক্ষে হঠাৎ এসে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ঐ দুই শিক্ষার্থীর উপর চড়াও হন এবং বেত দিয়ে একাধিকবার আঘাত করেন। স্থাণীয়দের অভিযোগ, কিছুদিন পূর্বে ঐ প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের পক্ষে কোনো এক মানববন্ধনে উপস্থিত থাকেনি এই দুই শিক্ষার্থী। তাই প্রতিহিংসায় এমন কর্মকান্ড করেছেন তিনি। অপরদিকে প্রধান শিক্ষক অভিযোগ অস্বিকার করে বলেন, কয়েকটি মেয়েকে উত্তক্ত করেছিলো ঐ দুইজন শিক্ষার্থী, তাই এমন শাসন করেছেন তিনি।
আহত সজিবের মা বলেন, “আমার ছেলে তো স্কুলে পড়াশোনা করতে যায়, এমন নিষ্ঠুর মারধর করার অধিকার ওনার নেই। আমার ছেলের পিঠে কালসিটে পড়ে গেছে। ডাক্তার বলেছে কয়েকদিন বিছানায় থাকতে হবে।”
তানভিরের বাবা বলেন, “শিক্ষক যদি এমন আচরণ করেন, তাহলে আমরা ছেলেমেয়েদের কীভাবে নিরাপদে স্কুলে পাঠাবো? এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি বলেন, “একজন শিক্ষক জাতি গঠনের কারিগর। যদি তিনিই শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করেন, তাহলে তা মেনে নেওয়া যায় না। আমরা এ ঘটনার যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”
এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, ওদের বিরুদ্ধে স্কুলের কয়েকটি মেয়েকে উত্তক্ত করার অভিযোগ এসেছিলো। তাই শাসন করেছি। বিষয়টি এতদুর পর্যন্ত যাবে বুঝতে পারিনি।
এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইতোমধ্যেই স্থানীয় অভিভাবকরা লিখিত অভিযোগ প্রস্তুত করেছেন এবং জেলা শিক্ষা অফিসেও এ বিষয়ে অবহিত করা হবে বলে যানিয়েছেন তারা।

For Advertisement

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

Comments: