সিইসি’র সাথে এনসিপি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন–এর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

- বিজ্ঞাপন -

প্রতিনিধি দলে ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, তাজনুভা জাবিন, খালিদ সাইফুল্লাহ ও অনিক রায়।

 

সাক্ষাতে আগামী জাতীয় নির্বাচন, রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া, এবং নির্বাচন কমিশন সংস্কারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কমিশনের কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন এনসিপি নেতারা।

 

- বিজ্ঞাপন -

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ, ভোটের স্বচ্ছতা নিশ্চিতকরণ, আচরণবিধির বাস্তব প্রয়োগ এবং পর্যবেক্ষকদের কার্যকর ভূমিকার বিষয়ে প্রস্তাবনা তুলে ধরা হয়।

বৈঠক শেষে এনসিপির নেতারা জানান, তাঁরা নির্বাচন কমিশনের সঙ্গে গঠনমূলক আলোচনা করেছেন এবং তাঁদের দেওয়া প্রস্তাবগুলো কমিশন গুরুত্বসহকারে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন।

প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন বলেন, ‘সবার অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন আমাদের অঙ্গীকার। রাজনৈতিক দলগুলোর সুপরামর্শ এ ক্ষেত্রে সহায়ক হবে।’

 

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button