প্রধান উপদেষ্টা বরাবর, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, পটুয়াখালী জেলা শাখার স্মারকলিপি প্রদান।

পটুয়াখালী প্রতিনিধি : প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগন কর্তৃক প্রকৌশলী অধিকার আন্দোলন এর ব্যানারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ও ৭দফা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট হাতে তুলে দেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (২৫ আগষ্ট) দুপুর ১২টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) জনাব মহসিন উদ্দিন এর হাতে স্মারকলিপি তুলে দেন বাংলদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ এর আহবায়ক, ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন ও সদস্য সচিব, ইঞ্জিনিয়ার পিন্টু তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন আইডিইবি অন্তবর্তিকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও আইডিইবি পটুয়াখালী জেলার আহবায়ক ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, আইডিইবি অন্তবর্তিকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ডিইএব পটুয়াখালী জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ রাশেদুল হাসান রেজা, আইডিইবি পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব, ইঞ্জিনিয়ার নাজমুল আহসান মুন্না, ডিইএব পটুয়াখালী জেলা শাখার সহ সভাপতি, ইঞ্জিনিয়ার মশিউর রহমান সৈকত, ইঞ্জিনিয়ার মাইনুল হোসেন, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার ইয়াদ মোর্শেদ চৌধুরী ত্বহা, ইঞ্জিনিয়ার মামুন খান ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও পটুয়াখালী পলিটেকনিক এর ছাত্র, শিক্ষক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ, গণপূর্ত বিভাগ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশলী, পল্লী বিদ্যুৎ সমিতি, পাওয়ার গ্রিড, পানি উন্নয়ন বোর্ড, টিটিসি, টিএসসি, এসএসসি ভোকেশনাল শাখার সিক্ষকবৃন্দ সহ শতাধিক সদস্য প্রকৌশলী উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন