প্রতি ইউনিয়নে ৫০০ করে তালের বীজ রোপনের উদ্যোগ ধূমকেতু ইয়ূথ ফাউন্ডেশনের

পটুয়াখালীর আউলিয়াপুরে বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে পাঁচশ তাল গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে ‘ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

- বিজ্ঞাপন -

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের সড়কের দুই পাশে তাল গাছের চারা রোপণের মাধ্যমে এই উদ্যোগের উদ্বোধন করেন ডেইলি স্টারের সাংবাদিক সোহরাব হোসেন ও সংগঠনের সদস্যরা।

তারুণ্যের আউলিয়াপুর সংগঠনের কারিগরি সহায়তায় তালের বীজ রোপনে ধূমকেতু ইয়ূথ ফাউন্ডেশনের উপজেলা কমিটি, স্থানীয় যুবক, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি সহ শিক্ষার্থীরা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন। মিলন পট্টি, পচা কোড়ালিয়া, বড় আউলিয়াপুর, ছোট আউলিয়াপুর সহ বিভিন্ন স্থানে বীজ বপন করে বলে জানান সংগঠনটি।

‘তারুণ্যের আউলিয়াপুরের’র উপদেষ্টা মো: রাকিব বলেন, তাল গাছ অনেক উঁচু হওয়ায় বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়-ক্ষতি নিরসনে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া মাটির ক্ষয় রোধ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের জুড়ি নেই। এর পাশাপাশি ঘরের খুঁটি ও হাতপাখা তৈরিতে তালগাছের ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তাল পাতার পাখা আমাদের ঐতিহ্যের একটি অংশ। তাল গাছের ডালের আঁশ থেকে রকমারি দ্রব্যাদি প্রস্তুত হয়। তবে ইদানিং তাল গাছের সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। এমন উপকারী একটি গাছের বৃদ্ধি ও সংরক্ষণের কথা মাথায় রেখে, আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।

ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আহম্মেদ কাওসার ইবু বলেন, জেলার সকলকে এই কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানাই, তিনি আরো বলেন সবাইকে বলছি, আপনাদের বাসায় পড়ে থাকা তালের বীজ বাড়ির আঙিনা কিংবা আশেপাশে রোপণ করুন। অথবা সেই বীজ তুলে দিন আমাদের হাতে। বীজ সংগ্রহের জন্য আমাদের সদস্যরা চলে যাবে আপনার বাসায়। আসুন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ও বজ্রাঘাত থেকে বাঁচতে তালের বীজ রোপণ করি। আমরা প্রতিটি ইউনিয়নে ৫০০ করে তালের বীজ রোপনের কর্মসূচি হাতে নিয়েছি। প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে এ কার্যক্রম অব্যাহত রাখবো।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button